ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিবিসির অনুপ্রেরণাদায়ী ১০০ নারীর তালিকায় হৃদয়ের মা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫২ পিএম, ২০ নভেম্বর ২০১৮

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। এতে স্থান করে নিয়েছেন প্রতিবন্ধী ছেলে হৃদয়কে কোলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা বাংলাদেশি মা সীমা সরকার। সোমবার প্রকাশিত বিবিসির তালিকায় ৮১তম স্থানে রয়েছেন সীমা।

বিশ্বের ৬০টি দেশের ১৫ থেকে ৯৪ বছর বয়সী বিভিন্ন ক্ষেত্রে প্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।

সীমা সরকার প্রসঙ্গে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সীমা সরকার যিনি তার ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রে যান। এই ছবি সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের এমন ভালোবাসায় মুগ্ধ হয় অনেকে। প্রতিবন্ধী ছেলেকে পড়াশোনা করানোয় নিগ্রহের শিকারও হয়েছেন সীমা সরকার। স্বল্প আয়ের পরিবারে প্রতিবন্ধী শিশুকে পড়াতে গিয়ে আর্থিক অনটনেও পড়েছেন সীমা সরকার।

বাংলাদেশে প্রায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য ব্যবস্থা নেই। ছেলেকে কোলে নিয়ে তিন-চার তলা সিঁড়িও বেয়েছেন সীমা সরকার। এই ছবি সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের এমন ভালোবাসায় মুগ্ধ হয় অনেকে।

জানা গেছে, সীমা সরকারের ছেলে শারীরিক প্রতিবন্ধী হূদয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর মায়ের কোলে উঠে ভর্তি পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যান হূদয়। সেই ছবি সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটনও আছেন তালিকায়। ৩৮ বছর বয়সী চেলসি ক্লিনটন ফাউন্ডেশনের ভাইস-চেয়ার। তিনি অনেক বইও লিখেছেন। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড তালিকায় থাকা আরেক নারী। তিনি নারী এবং শিশুদের শিক্ষা ও নেতৃত্বের বিষয় নিয়ে কাজ করছেন।

তালিকায় আরও আছেন পাকিস্তানের প্রথম হিন্দু নারী সিনেটর কৃষ্ণকুমারী, সোমালিল্যান্ডের ৩৫ বছর বয়সী নারী লেখক এবং অ্যাক্টিভিস্ট নিমকো আলী, ইয়েমেনের শিল্পী, ফটোগ্রাফার এবং অ্যাক্টিভিস্ট বুশরা ইয়াহইয়া আলুটাওয়াকিল, নেপালের নাগরিক উমা দেবী বাদি প্রমুখ।

এসআর/জেআইএম

আরও পড়ুন