প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
কক্সবাজারে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করে প্রকৌশলীরা।
সংসদ সদসের এই ধরনের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ও মাঠ পর্যায়ে প্রকৌশলীদের কাজের উপযুক্ত পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, উপজেলা পরিষদ কম্পাউন্ডে মাসিক সাধারণ সভায় ৫ মিনিট বিলম্বে আসার কারণে উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে মারধর এবং অকথ্য ভাষায় গালাগালি করেন সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
ইতিপূর্বে এই এমপি মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, বন বিভাগের স্টাফ, শিক্ষকসহ সরকারি-বেসরকারি বহু ব্যক্তিকে মারধর ও গালিগালাজ করেছেন বলেও অভিযোগ জানান বক্তারা।
সংগঠনের প্রেসিডেন্ট ড. এম. শামীম-উজ-জামান বসুনিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইউম, সহকারী সাধারণ সম্পাদক এস এম গালিব প্রমুখ।
আএসএস/এএইচ/পিআর