ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মীর কাসেমের আপিলের সংক্ষেপ জমার সময় বাড়লো

প্রকাশিত: ০৩:৫৪ এএম, ১৮ আগস্ট ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কায্যনির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাসেম আলীর মামলায় রাষ্ট্রপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহ সময় দিয়েছেন আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন সরকারের প্রধান আাইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মীর কাসেম আলীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন ও অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলীর আইনজীবীরা। আপিলে তার খালাসের পক্ষে ১৮১টি যুক্তি তুলে ধরা হয়েছে।

২০১৪ সালের ২ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আনিত ১১ ও ১২ নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধা জসিম ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর মধ্যে ১২ নম্বর অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রায় প্রদান করা হয়।

এ ছাড়া ২ নম্বর অভিযোগে ২০ বছর, ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ নম্বর অভিযোগে মীর কাসেম আলীকে ৭ বছর করে এবং ১৪ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।অ পরদিকে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ থেকে মীর কাসেমকে অব্যাহতি দেওয়া হয়।

এফএইচ/এএইচ/পিআর