ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্বাচনে সব দলের অংশ নেয়ার সিদ্ধান্ত স্বস্তিদায়ক : সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১২ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশ নেয়ার ঘোষণাকে স্বস্তিদায়ক বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অত্যন্ত স্বস্তির বিষয় যে, বিএনপি, ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম ও ইসির অতিরিক্ত সচিব মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ভোটে আসবে কি-না এটা নিয়ে আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কারণ, আমাদের বিশ্বাস ছিল, আমরা সবসময় বলে এসেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। সেই আলোকে নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর।

এইচএস/জেডএ/এমএস

আরও পড়ুন