ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সীমান্ত হত্যার বিরুদ্ধে এজেন্ডা দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৯ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল ও জোটকে সীমান্ত হত্যার বিরুদ্ধে এজেন্ডা দেয়ার আহ্বান জানিয়েছে নাগরিক পরিষদ নামের একটি সংগঠন।

শুক্রবার (৯ নভেম্বর) নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এক বিবৃতিতে এ আহ্বান জানান। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক হত্যার তীব্র প্রতিবাদও জানান তিনি।

তিনি বলেন, একের পর এক সীমান্ত হত্যার পরও চুপ থাকা রহস্যজনক। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের সব নাগরিককে রক্ষায় সরকার ও সব রাজনৈতিক দলকে এ ঘটানার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

মোহাম্মদ শামসুদ্দীন বলেন, সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি পানির ন্যায্য অধিকারের পাওনা দাবি, নারী-শিশু-মানব অঙ্গপ্রতঙ্গ পাচার বন্ধে সোচ্চার হতে হবে।

এএস/এএইচ/পিআর

আরও পড়ুন