ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘুষ-হয়রানির অভিযোগে সওজে দুদকের অভিযান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৬ নভেম্বর ২০১৮

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রধান কার্যালয় এবং বনানীর ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নানা রকম হয়রানি ও ঘুষ ছাড়া ঠিকাদারদের বিল পাস হয় না- এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদের নির্দেশে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ কালাম। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক সোমা হোড়সহ ৩ সদস্যের একটি টিম।

কমিশনের অভিযান কেন্দ্রের হটলাইনে (১০৬) অভিযোগ আসে সড়ক ও জনপথ অধিদফতরে ঠিকাদারি বিল নিয়ে গেলে ঘুষ ছাড়া পাস করা হয় না এবং ঘুষ ছাড়া বিল উত্থাপন করলে নানাভাবে হয়রানি করা হয়। তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ অধিদফতরে অভিযান চালায় দুদক বিশেষ টিমের সদস্যরা।

দুদক টিমের সদস্যরা এ সময় সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানের সঙ্গে অভিযোগ নিয়ে আলোচনা করলে তিনি জানান, সম্প্রতি বিল পরিশোধের সফটওয়্যারের আপগ্রেডেশন কার্যক্রম চলমান থাকায় বিল পরিশোধে বিলম্ব হচ্ছে।

নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই, তবে তদবির হয় এবং তদবিরের পেছনে কেউ ঘুষ বিনিময় করলে আমাদের কিছু করণীয় নেই।’

এ সময়ে দুদক টিমের সদস্যরা গত ৫ বছরে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্পাদিত বিভাগীয় তদন্ত কার্যক্রমের ফলে গৃহীত ব্যবস্থাদি সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ ছাড়া সড়ক ও জনপথ অধিদফতরের বনানীর ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে বিল পরিশোধের আবেদনপত্র খতিয়ে দেখে দুদক টিম। এ সময় বিল পরিশোধে বিলম্ব হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করেন এবং দ্রুত বিল পরিশোধের তাগিদ দেন তারা।

অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ‘ঠিকাদারি বিল বা অন্য যেকোনো বিল পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা আবশ্যক। এ ক্ষেত্রে কোনো কর্মকর্তা যদি ঘুষ বা উৎকোচ দাবি করেন এবং ভুক্তভোগীরা ঘুষ দেয়ার আগেই যদি দুদকে অভিযোগ জানায়, তাহলে ঘুষ গ্রহণকারীকে আইনি প্রক্রিয়ার মধ্যে আনার ম্যান্ডেট দুদকের রয়েছে।’ এ ক্ষেত্রে ভুক্তভোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমইউ/এনডিএস/জেআইএম

আরও পড়ুন