র্যাব পরিচয়ে অপহরণকারী সাতজন র্যাবের হাতেই ধরা
রাজধানীর কাউলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের মূলহোতাসহ সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এডি) মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটকের সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ র্যাবের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আজ (সোমবার) দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এআর/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ২ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৩ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৪ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৫ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’