প্রাকৃতিক পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার অত্যন্ত জরুরি
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও নদ-নদী, হাওর-বাঁওড়, খাল-বিল রক্ষা এবং প্রাকৃতিক পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার অত্যন্ত জরুরি বলে অভিমত দিয়েছেন রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ বিশিষ্টজনরা।
রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় নৌ কনভেনশনে এই মন্তব্য করেন তারা। আলোচকদের বক্তব্য ও বিশেষজ্ঞদের প্রবন্ধের ভিত্তিতে কনভেনশন থেকে ২১ দফা ঘোষণা গৃহীত হয়। বেসরকারি সংগঠন ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’ গত বছরের ধারাবাহিকতায় এই কনভেনশন আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া।
আলোচনা করেন সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ বদিউজ্জামান বাদল, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ ইবনে নুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ ইনল্যান্ড মাস্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ক্যাপ্টেন কাজী আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মীর তারেক আলী, বাংলাদেশ শিপ রিসাইক্লিনিং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক এবং উপকূলীয় চারণ সাংবাদিক ও প্রথম আলোর সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম মন্টু।
জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট শিশুসংগঠক তাহ্মীন সুলতানা স্বাতী। কনভেনশনে গৃহীত ঘোষণা পড়ে শোনান জাতীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সেকেন্দার হায়াৎ। সকাল ১০টায় শিল্পী শাহীনুর আল-আমিনের নদীর গান ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কনভেনশনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মনজুরুল আহসান খান বলেন, নদীসহ প্রাকৃতিক পানিসম্পদ রক্ষা ও নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের সঙ্গে জাতীয় উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও নদ-নদী, হাওর-বাঁওড়, খাল-বিল রক্ষা এবং প্রাকৃতিক পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার অত্যন্ত জরুরি। নৌখাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছার অভাব না থাকলেও নৌপরিবহন খাত কার্যত মাফিয়াদের হাতে চলে গেছে। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।
মীর তারেক আলী তার প্রবন্ধে বলেন, নৌপরিবহন ব্যবস্থা যত উন্নত হবে, সড়কের ওপর চাপ তত কমবে। এতে পরিবহন খাতে জ্বালানি ব্যয় হ্রাস পাবে ও বাতাসে কার্বন নিঃসরণের মাত্রা সহনীয় মাত্রায় নেমে আসবে। অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হলে রূপকল্প-২০২১ বাস্তবায়ন সহজ হবে।
ক্যাপ্টেন আনাম চৌধুরীর প্রবন্ধে বলা হয়, আন্তর্জাতিক নৌবাণিজ্যে বাংলাদেশের উজ্জ্বল সাফল্যের সম্ভাবনা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের অদূরদর্শিতা ও সঠিক পরিকল্পনার অভাবে প্রত্যাশিত সাফল্য থেকে দেশ বঞ্চিত হচ্ছে।
এফএইচএস/বিএ/পিআর