ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তফসিল পেছানোর চিঠি নিয়ে ইসিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিকেলে গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠি নিয়ে আমি নির্বাচন কমিশনে যাচ্ছি।

আজ (শনিবার) তফসিল নিয়ে বৈঠক করার কথা নির্বাচন কমিশনের। তার আগেই বৈঠক নিয়ে মতবিরোধ দেখা দেয় ইসিতে।

সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩০ অক্টোবর থেকে নির্বাচনকালীন ক্ষণ-গণনা শুরু হয়েছে।

তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এজন্য ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এইউএ/বিএ/জেআইএম

আরও পড়ুন