ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রাকের মাটঘাটে ১৮ হাজার ইয়াবা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০২ নভেম্বর ২০১৮

রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের মাটঘাটে রাখা ১৮ হাজার পিস ইয়াবা জব্দসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নুরুল আমিন (৩৫), আব্দুল আজিজ (২৭), গিয়াস উদ্দিন (৩৭), আব্দুর শুকুর (৩২) ও ট্রাকচালক রফিক উদ্দিন (৩১)। ইয়াবাসহ ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৪৭৪৪) জব্দ করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় মাজার রোডের নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে ট্রাকে ইয়াবা পাচার হচ্ছে-এমন খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, টেকনাফ থেকে ট্রাকের সামনের বাম পাশের চাকার মাটঘাটে বিশেষভাবে বানানো বক্সের ভেতরে ইয়াবা নিয়ে আসা হয়। আটকরা ঢাকা শহরসহ পার্শ্ববর্তী জেলায় এগুলো সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে।

জেইউ/এনডিএস/এমএস

আরও পড়ুন