ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৪:২৪ এএম, ১৭ আগস্ট ২০১৫

সাভারে প্রিয়া (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের সোর্স পরিচয়দানকারী স্বামীকে আটক করেছে পুলিশ। তার নাম আল-মামুন। সোমবার ভোরে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভোরে সাভার পৌরসভার ডগরমোড়া মহল্লা থেকে ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। এসময় তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তার মামুন। তবে হাসপাতালের চিকিৎসকদের বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন।
 
সংবাদ পেয়ে পুলিশ এনাম মেডিকলে কলেজ হাসপাতালে গিয়ে স্বামী আল-মামুনকে আটক করে।  

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জাগো নিউজকে জানান, নিহত গৃহবধূ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্বামীকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ঘটনার রহস্য উন্মোচন হবে বলে জানান তিনি।

আল-মামুন পুলিশের সোর্স কী না ? জানাতে চাইলে ওসি বলেন, আল-মামুন নামে পুলিশের কোনো সোর্স নেই।

আল-মামুন/এমজেড/পিআর