১৭০ গ্রাম ওজনের জামদানি শাড়ি উপহার প্রধানমন্ত্রীকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৭০ গ্রাম মসলিন জামদানি শাড়ি উপহার দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা অাজম।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই ঐতিহ্যবাহী ঢাকাই জামদানির ১৭০ গ্রাম ওজনের একটি শাড়ি তুলে দেন মন্ত্রী।
প্রধানমন্ত্রীকে দেয়া এ শাড়িটি ৩০০ কাউন্ট সুতায় বানানো হয়েছে।
ঢাকাই ঐতিহ্যের কথা এলেই সবার আগে আসে মসলিন কাপড়ের নাম। সেই মসলিন বিলুপ্ত হয়েছে বহু বছর আগে।
কথা অাছে যে এ শাড়ি এত মিহি যে একটি দিয়াশলাইয়ের বাক্সের ভিতর রাখা সম্ভব। মুসলিন কাপড় বিলুপ্ত হয়েছে বহু বছর অাগে। তবে এখনও টিকে অাছে জামদানি। এই মসলিন শাড়ি নতুন করে ফিরিয়ে অানার উদ্যোগ নেয়া হয়েছে। সে হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে।
এফএইচএস/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ