সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল পিকাপভ্যানের পেছনের অংশ
রাজধানীর বিমানবন্দর সড়কে পিকাপভ্যানে থাকা একটি সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেছে পিকাপের পেছনের অংশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নেভি সদর দফতরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টা পর সংবাদ পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় কুর্মিটোলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট। ঘটনার পর থেকেই লাপাত্তা চালক ও হেলপার। হতাহতের খবর জানাতে পারেনি পুলিশ কিংবা ফায়ার সার্ভিস।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, ৩টা ৫৫ মিনিটের দিকে পিকাপভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের খবর পাই। দু’টি ইউনিট যাওয়ার পর ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ভ্যানে কয়েকটা সিলিন্ডার ছিল, এর মধ্যে একটার বিস্ফোরণ ঘটে। আমরা বিস্ফোরণে ক্ষয়-ক্ষতির খবর পাইনি।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেছনে থাকা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর বাকি সিলিন্ডারসহ পিকাপভ্যানটির পেছনের অংশ উড়ে যায়।
বনানী থানা পুলিশ জানিয়েছে, পিকাপভ্যানের (ঢাকা মেট্রো-ন ১৫-৪০০০) চালক ও হেলপার পালিয়েছে। গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জেইউ/এসএইচএস/পিআর