পাটনীতি প্রণয়ন শিগগিরই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সোনালী আঁশ পাটের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে এনে দেশ-বিদেশে এর বাজার সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই সরকার একটি স্বাধীন পাটনীতি প্রণয়ন করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। রোববার এ কথা জানান তিনি।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ইতোমধ্যে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি স্বাধীন পাট নীতিমালার খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে এই দৃষ্টিকোণ থেকে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে পাট খাতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ দেশে পাটের কোনো নীতিমালা নেই।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে বিভিন্ন সময়ে পাঁচটি বন্ধ জুট মিল পুনরায় চালু করেছে এবং অন্যান্যগুলো পুনরায় খোলার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
ব্যক্তিগত মালিকানায় নেয়ার পর কিছু জুট মিল মালিক তাদের শর্তাবলী লঙ্ঘন করেছে, তাই সরকার সেগুলো ফেরত নিতে উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, সোনালী আঁশ পাটের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অনেক কিছু করেছে এবং পাটের ভাবমূর্তি পুনর্জীবিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।
তিনি বলেন, পাটের মৌসুমে ন্যায্য মূল্যে কাঁচামাল সংগ্রহ করা হলে সরকারের বার্ষিক ৩০০ কোটি টাকা বাঁচবে। এই খাতকে লাভজনক করতে মৌসুমেই পাট সংগ্রহসহ সব বিষয় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনা করা হবে।
একে/এমআরআই
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা