৫৬০ মডেল মসজিদ নির্মাণে সৌদি রাজি, তবে...
দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদান করবে সৌদি সরকার। সারাদেশে এসব মডেল মসজিদ নির্মাণে ব্যয় হবে ১৩ হাজার কোটি টাকা।
সোমবার রাতে রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি প্রদিনিধি দল এ আশ্বাস দেন। তবে মডেল মসজিদের আর্কিটেকচারাল ডিজাইন পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে কী পরিমাণ অর্থ সহায়তা দেয়া হবে তারা তা চূড়ান্তভাবে জানিয়ে দেবে।
সভা শেষে ধর্মসচিব আনিছুর রহমান জানান, সারাদেশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগের প্রশংসা করে তারা আর্থিক সহায়তা প্রদানের ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছেন। তবে তারা এক মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। দ্বিপাক্ষিক আলোচনা খুবই ফলপ্রসু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান। আরও ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন, ধর্মসচিব মো. আনিছুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ তালুকদার, বহিঃসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল অালম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. মোয়াজ্জেম হোসেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমান।
সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৌদি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাহাদ আল ওতাইবি। দলের অন্য সদস্যরা হলেন সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়ের অফিস ডাইরেক্টর শেখ আহমেদ আলী রুমি, অর্থ মন্ত্রণালয়ের প্রকৗেশলী মুতলাক আল খাতানি, অর্থ বিভাগের প্রতিনিধি টারকি আল আলাবি ও বাংলাদেশে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সম্প্রতি দেশের সব বিভাগসহ ৯টি মডেল মসজিদ স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। ২০২১ সালের জুন মাসে ৫৬০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম
- ২ মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা: এসপি
- ৩ বাড্ডায় বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু
- ৪ একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন: শেহবাজ শরিফকে ড. ইউনূস
- ৫ গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, খেলনা পিস্তল ঠেকান ম্যানেজারকে