ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সোমবার কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:০২ এএম, ২৯ অক্টোবর ২০১৮

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার স্বাস্থ্য খাতের বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।

এ উপলক্ষে বিকেল ৪টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হাসপাতাল ভবন; মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের ২৪৮ আসন বিশিষ্টি ছাত্রী হোস্টেল (১০ তলা ভিত বিশিষ্ট ৯ তলা ভবন); মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র সম্প্রসারিত (৯ তলা ভিত বিশিষ্ট) তিন তলা ভবন উদ্বোধন।

এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য অধিদফতরের প্রধান কার্যালয় মহাখালী, এর ৩য় পর্যায়ের উন্নয়নমূলক কাজ (৬-১৫ তলা ভবন নির্মাণ) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তর ও দক্ষিণ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এফএইচএস/এমবিআর

আরও পড়ুন