উত্তরবঙ্গে সিএনজি স্টেশন বাড়াতে হবে : শাহরিয়ার আলম
বঙ্গবন্ধু সেতুর এই পারে অর্থাৎ ঢাকার দিকে তিন শতাধিক সিএনজি স্টেশন থাকলেও ওই পারে হাতে গোণা মাত্র সাত আটটি সিএনজি স্টেশন রয়েছে। সুষম উন্নয়নের জন্য এ অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক সিএনজি স্টেশন করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার জাতীয় প্রেসক্লাবের নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সুষম উন্নয়ন: উত্তরাঞ্চলের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শাহরিয়ার আলম বলেন, উত্তরবঙ্গ বরাবরই পিছিয়ে ছিলো। আমরা পিছিয়ে থেকেই কাজ শুরু করেছি। দেখা যায়, উত্তরবঙ্গে প্রকল্প হলেও অর্থ ছাড় পেতে দেরি হয়।
তিনি আরো বলেন, উত্তরবঙ্গ আগে পিছিয়ে ছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে এগিয়ে যাচ্ছে। দেশের তৃতীয় সড়ক হিসেবে উত্তরবঙ্গকে সামনে রেখে চার লেনের সড়ক হতে হচ্ছে।
উত্তরবঙ্গে যে পরিমাণ কয়লা রয়েছে তার সঠিক ব্যবহার করতে পারলে আরও অনেক বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি মো. মোদাব্বের হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, এনবিজেএফ এর সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল প্রমুখ।
আএসএস/এআরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা