ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নাজমুল কাওনাইনকে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২২ অক্টোবর ২০১৮

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইনকে থাইলান্ডের ব্যাংকক দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে সেখানে ওই দায়িত্ব পালন করছেন সাঈদা মুনা তাসনিম। অার মুনাকে নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ এ দুই মিশনের নেতৃত্বে রদবদলের এই সিদ্ধান্ত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাজমুল কাওনাইন বিসিএস ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ২০১৬ সালে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব নেয়ার আগে তিনি রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস, জেনিভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইসলামাবাদ ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর নাজমুল কাওনাইন জেনিভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন।

জেপি/জেএইচ/পিআর

আরও পড়ুন