ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ওয়াসার সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২২ অক্টোবর ২০১৮

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের সেপটিক ট্যাংকে নেমে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পটুয়াখালীর আবদুর রউফের ছেলে মো. নজরুল (৩০) ও বাগেরহাটের কচুয়ার মো. আল আমিনের ছেলে মো. ইউসুফ (২২)।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল করিম জাগো নিউজকে বলেন, বেশ কিছুদিন আগে মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের জন্য একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। আজ সকালে সেপটিক ট্যাংকটি পরিষ্কার করার জন্য ঢাকনা খুলে দুই শ্রমিক ভেতরে প্রবেশ করেন। সেখানে জমে যাওয়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে শ্রমিকরা সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, সকালে অজ্ঞান অবস্থায় দুই শ্রমিককে হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সে সময় চিকিৎসক জানান, অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

জেডএ/পিআর

আরও পড়ুন