ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাঙামাটির ঘটনায় আইএসপিআরের বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১:০০ এএম, ১৫ আগস্ট ২০১৫

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইপিডিএফের পাঁচ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
 
শনিবার দুপুরে আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম গণমাধমের কাছে এ বিজ্ঞপ্তিটি পাঠান।
 
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির বাঘাইহাট জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হায়দারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনী সশস্ত্র সন্ত্রাসীদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় সন্ত্রাসীরা সেনা টহল দলের উপর গুলি চালায়। এ সময় সেনা দলটি পাল্টা গুলি করলে ৫ সন্ত্রাসী নিহত হয়। এঘটনায় ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
 
আইএসপিআর আরো জানায়, অভিযানে ১টি মেশিনগান (এমজি), ১টি বিদেশি পিস্তল, ১টি এসএমজি (একে ৪৭), ২টি চাইনিজ রাইফেল, ৩টি এসএলআরসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
 
এঘটনায় এক সেনা সদস্য গুরুত্বর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচএ পাঠানো হয়েছে।
 
এআর/একে/এমআরআই