ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯
ঢাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) ভোর থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৭০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮৬ গ্রাম হেরোইন, ৫৫০ গ্রাম গাঁজা, ১৯৫ বোতল ফেনসিডিল, ১৮ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।
এর আগে রোববার (১৪ অক্টোবর) ভোর থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করে ডিএমপি।
এআর/এসআর/পিআর