ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জেলা পরিষদ সদস্যের বাড়িতে হামলা, গুলিবিদ্ধ যুবক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরীর গ্রামের বাড়িতে সোমবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এস এম আলমগীর চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

গুলিবিদ্ধ যুবকের নাম সৈকত (২৫)। তিনি তৈলারদ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা আনোয়ারা থানার ওসি (তদন্ত) মাহবুব জাগো নিউজকে জানান, উপজেলার তৈলারদ্বীপ এলাকার আলমগীর চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

chtt-

হামলার আগে মানববন্ধন

সোমবার দুপুর ১টা পর্যন্ত সাতজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ছুরি জব্দ করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বলেও জানান ওসি মাহবুব।

এদিকে, আলমগীর চৌধুরীর ছোট ভাই এস এম জয়নাল উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘কিছুদিন আগে মুরাদপুরে আমার ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে। ওই মামলায় পুলিশ হামলাকারী কয়েকজনকে গ্রেফতার করে। আসামিরা আদালতে জবানবন্দিতে স্থানীয় আজিজ মেম্বার ও সন্ত্রাসী জসিমের নাম জানায়। সেই ঘটনার জের ধরে সন্ত্রাসীরা আবারও সোমবার বেলা ১১টার দিয়ে শ’খানেক অস্ত্রধারী নিয়ে আমাদের গ্রামের বাড়িতে হামলা চালায়। এলাকাবাসী প্রতিরোধে এগিয়ে এলে তারা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে একজন গুলিবিদ্ধ এবং বেশ কয়েকজন আহত হন।’

স্থানীয় সূত্র জানায়, আলমগীর চৌধুরীর ওপর হামলার ঘটনায় আজিজ মেম্বার ও জসিম নামে দুই ব্যক্তির নাম আদালতে জবানবন্দিতে বলার প্রতিবাদে সকাল ১০টার দিকে তৈলারদ্বীপে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর পরপরই আলমগীর চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

আবু আজাদ/এমএআর/জেআইএম

আরও পড়ুন