শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাত কেজি স্বর্ণসহ এক মালেয়শিয়ান নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
রোববার রাত ১০টায় মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে (OD166) করে ঢাকায় আসা চ্যান গি কিয়ং নামে চাইনিজ বংশোদ্ভূত মালয়েশিয়ান ওই নাগরিককে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম দল রাত ১০টার দিকে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। এ সময় মালিন্দো এয়ারে করে আসা যাত্রী চ্যান গি কিয়ং এর মুভমেন্ট সন্দেহজনক হওয়ায় তাকে অনুসরণ করা হয়। পরে দেহ তল্লাশি করা হলে শার্টের নিচে স্যান্ডো গেঞ্জির ভেতরে একটি জ্যাকেট পাওয়া যায়। ওই জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ টেপ প্যাঁচানো সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রতিটি বারের ওজন ১ কেজি করে মোট পরিমাণ ৭ কেজি। আনুমানিক বাজার মূল্য সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
এ ঘটনায় কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে চ্যান গি কিয়ংকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
জেইউ/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দুঃখ প্রকাশ করে নিজের বক্তব্য স্পষ্ট করলেন সারজিস আলম
- ২ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ৩ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৪ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৫ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস