ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিকেলে পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৫ অক্টোবর ২০১৮

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। সোমবার বিকেলে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাটুলীর রামকৃষ্ণ মিশন ও ৪টায় লালবাগের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। উভয়স্থানে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।

গত ৯ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়। মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ১৪ অক্টোবর মহাপঞ্চমীর মাধ্যমে। এ দিন পঞ্চমী তিথিতে পূজামণ্ডপে ঘটস্থাপনের মধ্যে দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা।

আজ মহাষষ্ঠী, আগামীকাল মঙ্গলবার মহাসপ্তমী, বুধবার মহাঅষ্টমী, বৃহস্পতিবার মহানবমী এবং আগামী শুক্রবার বিজয়াদশমী পালন এবং প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গোৎসবের সমাপনী হবে।

এফএইচএস/এনডিএস/জেআইএম

আরও পড়ুন