ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৩ মন্ত্রী কথা রাখেননি, মন্তব্যটা হৃদয়বিদারক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিন মন্ত্রী কথা রাখেননি বলে সম্পাদক পরিষদের মন্তব্য হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

গত ৩০ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তুলে ধরে সম্পাদক পরিষদ। বৈঠকে সিদ্ধান্ত হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে পরিষদের আপত্তি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। কিন্তু এরপর দু’টি মন্ত্রিসভা বৈঠক হলেও ওই বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এর পরিপ্রেক্ষিতে শনিবার সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের সদস্য ও দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত জানান, পরিষদ মনে করে এটি প্রতিশ্রুতির বরখেলাপ। এর আগে স্থগিত হওয়া মানববন্ধনটি সম্পাদক পরিষদ ১৫ অক্টোবর পালন করবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এডিটর্স কাউন্সিল, ডিইউজে, বিএফইউজে, ডিআরইউয়ের নেতাদের সঙ্গে বসেছিলাম। সেখানে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যেসব প্রশ্ন তারা উত্থাপন করেছিলেন সেটা আমরা শুনেছি, লিপিবদ্ধ করেছি এবং একটা কথা বলেছিলাম- এই যে আলোচনার সূত্রপাত হলো তা অব্যাহত রাখবো।’

তিনি বলেন, ‘এটার জন্য আমরা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে অবহিত করে, এ বিষয়ে তারা কী দিকনির্দেশনা দেয় সেই ভিত্তিতে আবার বসবো। আমরা এটাও বলেছিলাম, এটা (ডিজিটাল নিরাপত্তা আইন) রাষ্ট্রপতি দস্তখত করলো কী করল না ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। যেকোনো আইন সংশোধন হতে পারে, যেকোনো আইন পরিমার্জন-পরিবর্ধন করা যায়। সুতরাং রাষ্ট্রপতির দস্তখত করা রুটিন কাজ। রুটিন কাজ সংসদ পাস করেছে। রুটিন কাজ উনি করছেন।’

‘(ডিজিটাল নিরাপত্তা আইন) যদি সংশোধন করা প্রয়োজন হয়, করবে, সংসদ তো আছে, সরকার তো আছে। সুতরাং আলোচনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা আলোচনাটা অব্যাহত রাখার অঙ্গীকার রেখে পরবর্তী বৈঠকের জন্য সময় চেয়ে নিয়েছিলাম। এও বলেছিলাম, আপনারা নির্দিষ্ট সময় বেধে দেবেন না,’ যোগ করেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘দু’টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে সেখানে প্রধানমন্ত্রীকে আমরা পরিস্থিতিটা অবহিত করেছি। কিন্তু মন্ত্রিসভা বৈঠকে আলোচনার পরিবেশটা ছিল না বলে হয়নি। আমরা আশা করছি, যেকোনো সময় আলোচনা হবে এবং আলোচনা করলে আমরা আবারও এডিটর্স কাউন্সিল ও সাংবাদিক নেতাদের সঙ্গে মিলিত হব।’

‘সুতরাং আলোচনাটা চালু আছে, বন্ধ হয়ে যায়নি। এবং বিভিন্ন বিষয়ে যে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে সে বিষয়ে আলোচনার মধ্য নিয়ে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে আমরা সক্ষম হব বলে বিশ্বাস করি,’ বলেন জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘তাই তিন মন্ত্রী কথা রাখেননি, এ মন্তব্যটা আমাদের কাছে হৃদয়বিদারক। দুঃখজনক।’

সম্পাদক পরিষদের সোমবারের মানববন্ধনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটা গণতান্ত্রিক পরিধির ভেতরে কাজ করছি। সাংবাদিকরা মানববন্ধন করবেন, এটা একটা গণতান্ত্রিক পন্থা। আমাদের এ ব্যাপারে কোনো মন্তব্য নেই। আমরা শুধু বলবো, আপনি মানববন্ধন করুন, আর না করুন। আমরা আলোচনায় আছি। আলোচনার ভেতরে থাকবো।’

আরএমএম/এনডিএস/এনএফ/পিআর

আরও পড়ুন