ফিরতি হজ ফ্লাইট শুরু
বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিমানের বিজি-২০১২ প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হাজিকে নিয়ে বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ফ্লাইটটি জেদ্দার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও সেটি অন্তত চার ঘণ্টা দেরি করে।
এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ বলছে, প্রথম ফিরতি ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন স্থান থেকে জড়ো করতে কিছুটা বিলম্ব হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের মোট চারটি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। আগামী ৮ নভেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইনস চলতি মৌসুমে প্রায় ৫০ হাজার হাজিকে দেশে ফিরিয়ে আনবে।
বিমানে ভ্রমণরত প্রত্যেক হাজি এ বছরের নতুন নিয়ম অনুসারে মোট ৪৭ কেজি মালামাল আনতে পারবেন। মূল ব্যাগে সর্বোচ্চ ৪০ কেজি এবং হাতব্যাগে সাত কেজি মালামাল আনার নতুন নিয়ম কার্যকর হয়েছে চলতি হজ মৌসুম থেকে।
সর্বশেষ - জাতীয়
- ১ পরিশ্রম করেও উৎপাদকরা বঞ্চিত, মুনাফা লুটছে মধ্যস্বত্বভোগীরা
- ২ আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩ আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন
- ৪ গুলশানে প্রাইভেটকারসহ অপহৃত ব্যবসায়ী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
- ৫ সংখ্যালঘুদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল, সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ