ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:২৭ পিএম, ১০ অক্টোবর ২০১৮

বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। এর প্রভাবে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

বেলা পৌনে ১১টার পর থেকে নগরীর বিভিন্ন স্থানে বিছিন্নভাবে হালকা বৃষ্টিপাত শুরু হয়। ভোর থেকে আকাশ রৌদ্রোজ্জ্বল ছিল। হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামায় বিপাকে পড়েন পথচারীরা। তবে এ সময় কোনো কোনো স্কুল-কলেজের শিক্ষার্থীদের বৃষ্টিতে আনন্দ চিত্তে ভিজতে দেখা যায়।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা রুহুল কুদ্দুস দুপুর সোয়া ১২টায় জানান, তিতলীর প্রভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ৪৮ঘণ্টায় হালকা থেকে মাঝারি এমনকি ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ‘তিতলী’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে।

এমইউ/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন