ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘তারেকের ফাঁসি না হলে হৃদয় শান্ত হবে না’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ১০ অক্টোবর ২০১৮

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।

বহুল আলোচিত এ মামলায় রায়ে খুশি নন গ্রেনেড হামলায় আহত মো. সম্রাট আকবর সবুজ। রায় ঘোষণার পর তাৎক্ষণিক এ প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসি হলেও রায়ে আমি হতাশ। এই ঘটনার মূল পরিকল্পনাকারী তারেক জিয়াকে ফাঁসি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গ্রেনেড হামলার সময় ২৫০টি শরীরে স্প্লিন্টার ঢুকেছিল। ১০০টি বের করা হলেও বাকিগুলো এখনো আছে।’

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেন।

বুধবার (১০ অক্টোবর) সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এআর/জেইউ/আরএস/পিআর

আরও পড়ুন