নিলয় হত্যাকাণ্ড : নাহিন ও রানা ৮ দিনের রিমান্ডে
ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিন ও মাসুদ রানাকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মহানগর গোয়েন্দা(ডিবি)পুলিশ শুক্রবার দুপুরে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোল্লা সাইফুল আলম আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ৭ আগস্ট শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বরের পাঁচতলা ভবনের পঞ্চম তলায় খুন হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়।
এআর/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা