‘গ্রেনেড হামলার রায় নিয়ে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। খবর- বাসস।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১০ অক্টোবর কতিপয় চিহ্নিত দুর্বৃত্তের বিরুদ্ধে মামলার রায় দেয়া হবে। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের মত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের একটি সমাবেশে ঘৃন্য গ্রেনেড হামলা চালিয়ে দলটিকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওই অপরাধীদের বাঁচাতে কেউই রাস্তায় আসবে না। এ মামলার রায়ের মাধ্যমে জাতি আরও একটি কলঙ্কমুক্ত হবে।’
তিনি জানান, ‘২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের সমাবেশের ওপর গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।’
‘এ রায়কে সামনে রেখে কোন ধরনের নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা’ -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কোনো সম্ভাবনা নেই। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং বর্তমান চলমান পরিস্থিতিকে সামনে রেখে পরিকল্পনা করছে।’
তিনি আরও জানান, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে সামনে রেখে কাউকে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, আদালত এলাকা, সরকারী অফিস সমূহে এবং রাজধানীর সর্বত্র যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করতে নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হবে।’
বুধবার (১০ অক্টোবর) ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণ রয়েছে। ভয়াবহ ওই গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ৩০ জনের নাম উল্লেখ করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেয়া হয়েছে।
আরএস/জেআইএম