ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

সদ্য প্রণীত সড়ক পরিবহন আইনের বিরুদ্ধে চলমান পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপ-কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, তিন বছর আমরা সময় নিয়েছি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইনটি আমরা পাস করেছি। এখন আবার ধর্মঘট! স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা বসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি এটা সদ্য প্রণীত একটি আইন; যদি বিধি প্রণয়ন করা যায়, বিধি প্রণয়ন করে তাদের জন্য কোনো সুযোগ সৃষ্টি করা যায়; তাহলে আমরা করবো।

মন্ত্রী বলেন, আমরা তো শ্রমিকবান্ধব সরকার। আমরা তো সাধারণ মানুষের পেটে লাথি মারার সরকার না। তাদের সুবিধা ও অসুবিধাগুলো আমরা সময়মতো দেখব। তবে তাদের ধর্মঘটটা এখন প্রত্যাহার করতে হবে। ধর্মঘট প্রত্যাহার করুক, তারপর আইনে তাদের জন্য কোনো বিধিবিধান করা যায় কী-না দেখবো। আইনমন্ত্রী আছেন তার সঙ্গে আলাপ-আলোচনা করে দেখবো।

এইউএ/জেএইচ/পিআর

আরও পড়ুন