ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিলয় হত্যাকাণ্ড : গ্রেফতাকৃতদের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৪ আগস্ট ২০১৫

ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, গ্রেফতার দুজন ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি এই মামলায় তারা জামিনে মুক্ত হয়। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যও তারা। জামিনে মুক্ত হবার পর থেকেই পুলিশ তাদের অনুসরণ করে। অতঃপর নিলয় হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা নাহিন ও রানা নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বরের পাঁচতলা ভবনের পঞ্চম তলায় খুন হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়।
 
এআর/আরএস/এমএস