বাড্ডায় গোলাগুলিতে ২ ব্যবসায়ী নিহত
রাজধানীর বাড্ডায় গার্মেন্টস ব্যবসার টাকা ভাগাভাগি দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাড্ডার আদর্শ নগরের পাশে পানির ট্যাঙ্কি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শামসুর রহমান মোল্লা ও মানিক।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, গুলশানের ইউনাইটেড হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জাগো নিউজকে জানান, গোলাগুলিতে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের তিনজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ বাকি দুজন হচ্ছেন গামা ও সালাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুজন ব্যবসায়ী। গার্মেন্টস ব্যবসার টাকা ভাগাভাগির ঘটনায় এই গুলি বিনময়ের ঘটনা ঘটেছে।
তবে এর স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা
- ২ সংঘর্ষে শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো মোল্লা কলেজ
- ৩ বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া, ফায়ারিং এলাকা পরিহারের অনুরোধ
- ৪ চেষ্টা করেছে পুলিশ, তবে পর্যাপ্ত বুলেটপ্রুফ হেলমেট-জ্যাকেট নেই
- ৫ মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, বাইরে উৎসুক জনতা