ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিচ্ছন্নতাকর্মীদের ক্যান্সার স্ক্যানিং শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রায় সাড়ে তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীর ক্যান্সার স্ক্যানিংয়ের আয়োজন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে পরিচ্ছন্নতাকর্মীদের ক্যান্সার স্ক্যানিং কর্মসূচির উদ্বোধন করা হয়। সংস্থার আওতায় কাজ করা সকল পরিচ্ছন্নতাকর্মীর স্ক্যানিং সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার প্রথম দিনে ২০০ জন পরিচ্ছন্নতাকর্মীর ক্যানসার স্ক্যানিং করা হয়। এর মধ্যে চারজনের মধ্যে ক্যান্সারের লক্ষণ পেয়েছেন চিকিৎসকরা। তাদের সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার চিকিৎসাসেবা দেবে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল।

কর্মসূচিতে ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের শহর পরিষ্কারে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন। তাদের চিকিৎসা সেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা আমরা বাড়াবো।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর আব্দুর রাজ্জাক বলেন, অনিরাপদ পরিবেশে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুর কারণ পর্যালোচনা করে আমরা বিস্মিত হয়েছি। এ কারণে তাদের স্বাস্থ্যসেবার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছি।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ঢাকা শহরের পরিচ্ছন্নতাকর্মীদের শতকরা ২০ ভাগ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর বাইরে অ্যাজমায় শতকরা ২৩ ভাগ, ব্রেনস্ট্রোকে শতকরা ১০ দশমিক ৭৫ ভাগ, হৃদরোগে ১৮ দশমিক ৪৬ ভাগ মারা যাচ্ছেন। আর স্বাভাবিক মৃত্যুর হার শতকরা ২৭ দশমিক ৭৬ ভাগ।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর আব্দুর রাজ্জাকের সভাপত্বিতে পরিচ্ছন্নতাকর্মীদের ক্যান্সার স্ক্যানিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ আলেয়া সারোয়ার ডেইজি,ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুর রহমান, ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এহতেশামুল হক প্রমুখ।

এএস/জেডএ/এমএস

আরও পড়ুন