ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভোটার তালিকার কার্যক্রম দেখতে সিলেট যাচ্ছেন সিইসি

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৩ আগস্ট ২০১৫

দেশব্যাপী শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সরেজমিন দেখতে সিলেট যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ১৭ আগস্ট সোমাবার দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন সিইসি।

জানা গেছে, সিইসি মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী ১৮ আগস্ট মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করবেন তিনি। দু’দিনের এ সফরে হযরত শাহজালাল (র:)’র মাজার জিয়ারতও করবেন কাজী রকিবউদ্দীন আহমদ।

ইসির কর্মকর্তারা জানান, ১৭ আগস্ট সোমাবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার আঞ্চলিক সার্ভার স্টেশন উদ্বোধন, ১৮ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সিইসি।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই সারাদেশে তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এইচএস/আরএস/এমআরআই