ঘাতকচক্র জাতির স্বপ্ন মুছে ফেলতে চেয়েছিল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্যদিয়ে জাতির স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিল ঘাতকচক্র। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পারলেও বাঙালি জাতির অন্তর থেকে জাতির জনককে মুছে ফেলতে পারেনি।
মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে অধিদফতরের মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে এক আলোচনা সভায় বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলজিআরডি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহান মুক্তিযুদ্ধের স্থপতি, স্বাধীনতার অবিসংবাদিত নেতা মহান স্বাধীনতার ঘোষক। তার মহান আদর্শের চেতনা জাতিকে অনন্তকাল পথ দেখাবে। বাঙালির রাজনীতি, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনার অবিসংবাদিত প্রাণ পুরুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।
তিনি বলেন, জাতির জনকের আজীবন লালিত স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
এসএ/এসএইচএস/এমআরআই