ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ হেফাজতে ‘ছিনতাইকারীর’ মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০২ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ছিনতাইয়ের সময় গণপিটুনির শিকার সাইফুল (২৬) নামে এক যুবক পুলিশ হেফাজতে মারা গেছেন।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানিয়েছে পাঁচলাইশ থানার কর্মকর্তারা।

থানা সূত্র জানায়, মারা যাওয়া যুবকের নাম মো. সাইফুল। তিনি ভোলার দৌলতখান এলাকার মৃত সৈয়দের ছেলে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মুরাদপুর মোড়ে মোবাইল ছিনতাইকালে স্থানীয় জনতা সাইফুলকে ধরে পিটুনি দেয়। পরে টহল পুলিশ উদ্ধার করে সোয়া ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ১টার দিকে তাকে পাঁচলাইশ থানা হাজতে নিয়ে আসা হয়।’

‘হাজতের ভেতর থাকা কম্বল ছিঁড়ে সে দড়ির মত তৈরি করে। এরপর সেটি দিয়ে হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালায়। দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে মারা যায় সাইফুল। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’-বলেন পুলিশ কর্মকর্তা বিজয় বসাক।

এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আবু আজাদ/জেএইচ/পিআর

আরও পড়ুন