ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রবাসীদের স্বার্থরক্ষায় সচেতন হওয়ার আহ্বান

প্রকাশিত: ১০:৪০ এএম, ১৩ আগস্ট ২০১৫

বিশ্বের দেড় শতাধিক দেশে বসবাসরত প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেলর্বোনে বসবাসকারি প্রবাসীরা। সোমবার অস্ট্রেলিয়ায় সফররত অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা’র সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহর সম্মানে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট অফিসার এবং এপিআরসি গ্রুপ অস্ট্রেলিয়ার ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজর ইঞ্জিনিয়ার খন্দকার আবদুস সালেক সুফি। একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সালেক সুফি ছাড়াও ‘মিট দ্য কমিউনিটি’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেলবোর্ন প্রবাসী আরেক বীর মুক্তিযোদ্ধা কাজী সেলিম, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্স ফেলো ডক্টর মুহম্মদ আলম, আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ইফতেখার খান এবং কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মফিজ ঢালী, সাদ্দাম নাঈম ও তাজ উদ্দিন।

ইউরোপের সাথে অস্ট্রেলিয়া মহাদেশের বাংলাদেশ কমিউনিটি পর্যায়ে মেলবন্ধন রচনার প্রয়াসে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করছেন।

সিডনিতে ৬ আগস্ট বাংলা একাডেমি অস্ট্রেলিয়া আয়োজিত ‘চিত্ত যেথা ভয়শূন্য’ শীর্ষক কমিউনিটি প্রোগ্রাম এবং রাজধানী ক্যানবেরাতে ৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেয়ার পর বর্তমানে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থান করছেন তিনি।

এখানে ১৩ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন (সাবকা) আয়োজিত ‘মিট দ্য কমিউনিটি’ অনুষ্ঠানে যোগ দেবেন কাজী এনায়েত উল্লাহ। ১৫ আগস্ট উত্তর নিউজিল্যান্ডের অকল্যান্ড নগরীতেও বাংলাদেশ কমিউনিটির সাথে তাঁর একই কর্মসূচি নির্ধারিত রয়েছে।
 
এসকেডি/পিআর