এসকে সিনহার ভাইয়ের ‘অবৈধ সম্পদের’ খোঁজে দুদক
সাবের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে সোমবার (১ অক্টোবর) অনন্ত কুমারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি দুদকে একটি অভিযোগ আসে অনন্ত কুমার সিনহা ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ২ কোটি ৩০ লাখ) দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ৪ হাজার স্কয়ার ফিটের একটি ৩ তলা বাড়ি কিনেছেন। তিনি বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক। অভিযোগটি কে তদন্ত করছেন এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি দুদক।
এআর/এনডিএস/জেআইএম