ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে গানে গানে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীতে মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের সচেতন করতে প্রতিটি ওয়ার্ডে গানে গানে স্লোগান ও করণীয় বোঝাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে এমন সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন প্যানেল মেয়র-৩ আলেয়া সারোয়ার ডেইজী।

সপ্তাহব্যাপী এই কর্মসূচি ছাড়াও নিয়মিত মশা নিধনে ওষুধ ছেটানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা ডিএনসিসির পক্ষ থেকে বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের কাজ হবে গানে গানে জনগণকে সচেতন করা।

আলেয়া সারোয়ার ডেইজী বলেন, ‘এই শহরের বেশিরভাগ মানুষই জানেন, এডিস মশার বংশবিস্তার ঘটে স্বচ্ছ জমে থাকা পানিতে। তারপরও কেউ হয়তো মানেন না বা সচেতন হন না। তাই আমরা নাগরিকদের সচেতন করতে ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের প্রতিটি ওয়ার্ডে এই রোড শো হবে।’

অনুষ্ঠানে ডিএনসিসির আঞ্চলিক অফিসের কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এসআর/পিআর

আরও পড়ুন