কড়াইল বস্তিতে আগুন
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ২ বছরে এ নিয়ে ৪ বার আগুন লাগলো এ বস্তিতেই।
ফায়ার সার্ভিস সদর দফতর কট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান আগুন লাগার কথা জানিয়ে বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৪টি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও দুইটি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সর্বশেষ রাত ১১ টা ২০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে হতাহতের কোনো সংবাদ নেই।
প্রত্যক্ষদর্শী সাঈদ আনোয়ার বলেন, সাড়ে ১০ টায় হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। চারদিকে সবাই চিৎকার করছিল। বস্তির অনেককে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগুন যাতে ছড়াতে না পারে এ জন্য তারা বাঁশ দিয়ে টিনে আঘাত করছিল।
ঢাকায় বিভিন্ন বস্তিতে প্রায় সময় আগুন লাগার ঘটনা দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, বেশকিছু কারণে বস্তিতে আগুন লেগে থাকে। এর মধ্যে বস্তিবাসীদের অসচেতনতা, প্রভাব ও মাদকের প্রভাব বিস্তারের কারণে আগুনের ঘটনা ঘটে।
এঅার/জেডএ