স্বস্তির বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল পৌঁনে ৮টা থেকে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাইন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলিস্তান, ওয়ারি, সায়েদাবাদ, রামপুরা, বারিধারা এলাকায় থেমে থেমে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিকে, টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর সকালের বৃষ্টি রাজধানীবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজ ও অফিসগামীরা।বৃষ্টির ভোগান্তি নিয়ে তাদের নিজ গন্তব্যের পানে ছুটতে হয়।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।
এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা