‘ডিজিটাল সিকিউরিটি আইন বুমেরাং হতে বাধ্য’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাময়িক বিবেচনায় কোনো কোনো আইন কোনো কোনো মহলের কাছে সন্তোষজনক বলে মনে হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে সেটি বুমেরাং ও আত্মঘাতী হতে বাধ্য। সম্প্রতি সংসদে ডিজিটাল সিকিউরিটি আইন পাস হওয়ায় নিজের উদ্বেগের কথা জানিয়ে বুধবার এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, ‘সম্প্রতি সংসদে পাস হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতাই নয়; একই সঙ্গে, গণমাধ্যমকর্মী এবং যারা সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর গবেষণা করে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে আগ্রহী, তাদের জন্যও বড় একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।’
আইনটির সংশোধন চেয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। আমরা আশা করব, সাংবিধানিক ক্ষমতাবলে তিনি আইনটি অনুমোদন না দিয়ে সংসদে আবার ফেরত পাঠাবেন। যাতে করে এ আইনটি পুনরায় বিবেচিত হতে পারে।’
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট অংশীজন যারা আছেন তাদের মাধ্যমে আইনটি পুনরায় সংশোধন করা যেতে পারে।
এমএইচ/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ