ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হালদায় মা মাছ শিকার, যুবককে এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মশারি জাল দিয়ে মা মাছ শিকারের দায়ে মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারীর ৮ নম্বর মেখল ইউনিয়নে এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম হাটহাজারীরর মোজাফফর পুরের আলী আকবর দফাদার বাড়ির নুরুল হকের ছেলে।

ইউএনও মো. রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাটহাজারীর ৮ নম্বর মেখল ইউনিয়নের মোজাফফর পুরের পেছনে হালদা নদীতে অভিযান চালানো হয়। এ সময় মশারি জাল দিয়ে মা মাছ শিকারের সময় হাতেনাতে ধরা পরেন সাইফুল ইসলাম। তাকে হালদা থেকে মা মাছ শিকারের দায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তার ব্যবহৃত জালটি জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।’

জেডএ/এমএস

আরও পড়ুন