ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুই শিশুর বাবা-মাকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীতে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় ও তাদের বাবা-মাসহ আত্মীয় স্বজনকে খুঁজছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই শিশু হলো ফারজানা (৮) এবং ইয়াছিন (৬)। তারা পুলিশকে নিজেদের ঠিকানা বলতে পারেনি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, ফারজানার বয়স আট বছর। তার বাবার নাম রফিজাল ইসলাম। তবে সে মায়ের নাম বলতে পারে না। তাকে গত ২০ সেপ্টেম্বর রাতে রমনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি সেখানে একা একা কাঁদছিল।

রমনা থানার এসআই আব্দুল কুদ্দুস তাকে থানায় নিয়ে আসে। সেখান থেকে নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

ডিএমপি আরও জানায়, ইয়াছিনের বাবার নাম ফারুক ও মায়ের নাম ডলি। তাকে ১৯ সেপ্টেম্বর গেন্ডারিয়ার আলি হাসপাতালের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে ইয়াসিন কান্না করছিল। প্রথমে থানায় এবং পরে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

ডিএমপি জানায়, ‘যদি কোনো হৃদয়বান শিশু দুটিকে চিনে বা জেনে থাকেন তাহলে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৯১১০৮৫)।’

এআর/এএইচ/আরআইপি

আরও পড়ুন