চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর দ্রুত বাস্তবায়নের দাবি
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (কেন্দ্রীয় কমিটি)।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে গত ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর জনপ্রসাশন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সুপারিশ করে এবং একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়। জনপ্রসাশন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বেই দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। এরপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি পায়নি। নবম সংসদ নির্বাচনের পূর্বেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু বাস্তবে তার সুফল এখনও মিলেনি। তাই আসছে নির্বাচনের পূর্বেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই ভোটার এটা মনে রাখতে হবে। পরিবারের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই, কর্মে প্রবেশের সুযোগ চাই, মেধা প্রমাণের সুযোগ চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সবুজ ভুঁইয়া, কামরুন্নাহার ঝুমা, তানভির আহমেদ প্রমুখ।
এএস/এএইচ/পিআর