ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যবস্থা নেয়ার সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় আবার শ্রমিক পাঠানোর প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

২৫ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে মালয়েশিয়ায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি সভা হবে। সভায় শ্রমবাজারে কর্মী পাঠানোর পরিবর্তিত প্রক্রিয়া চূড়ান্তকরণ এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখার সুপারিশ করবে কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মাহফুজুর রহমান। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগ দেন।

বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটিকে জানানো হয়, অভিবাসন ব্যয় কমিয়ে আনা এবং আরও রিক্রুটিং এজেন্টকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উভয় সরকারের মধ্যে অনুষ্ঠিতব্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভার মাধ্যমে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হবে। শিগগিরই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজনের লক্ষ্যে মানবসম্পদ মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।

কমিটি বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে কর্মী পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গবেষণা করা এবং গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে সে সব দেশে কর্মী পাঠানোর নতুন পরিকল্পনা করার সুপারিশ করে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিএমইটির মহাপরিচালক, বোয়েসেল ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/জেএইচ/জেআইএম

আরও পড়ুন