ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে তরঙ্গ বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর রামপুরা-ডেমরা রুটের সড়কের ত্রিমোহনী (মেরাদিয়া হাটের পর) ব্রিজের ঢালে তরঙ্গ প্লাস বাসের ধাক্কায় মনির (১৭) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, তরঙ্গ প্লাস বাসটি এক অটোরিকশাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন চালক। ঘটনাস্থল থেকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নেয়ার পর ওই চালকের মৃত্যু হয়। পরে জনতা বাসটি আগুনে জ্বালিয়ে দেয়। এ ঘটনার পর পলাতক রয়েছে বাসটির চালক ও হেলপার।

ঘটনাস্থল থেকে খিলগাঁও থানার এসআই তুহিন জানান, ত্রিমোহনীর ব্রিজে উঠতে গিয়ে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় চালক। ব্রিজে উঠতে না পেরে তরঙ্গ প্লাস বাসটি পেছনে গড়িয়ে নামতে থাকে। পেছনে থাকা ওই অটোরিকশা বাসের ধাক্কায় খেয়ে ছিটকে যায়। হাসপাতালে নেয়ার সময় মারা যায় চালক মনির।

নিহতের বাড়ির ঠিকানা ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে রাজধানীর নন্দিপাড়া বড় বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছেন পরিচিতরা।

জেইউ/এসআর

আরও পড়ুন