ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যুক্তফ্রন্টকে জনসভা করতে মঞ্চ-জনবল দুটোই দেয়া হবে : প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তফ্রন্টকে জনসভা করতে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়ার জন্য প্রয়োজনে ডিএমপিকে বলবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, কর্মসূচি পালন করতে যুক্তফ্রন্টকে যেন সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া হয়।

শেখ হাসিনা আরও বলেন, প্রয়োজনে তাদের স্থায়ী একটা মঞ্চ করে দেয়া হবে, যেন তারা ৬০-৭০ জন মিলে গলা ফাটিয়ে বক্তৃতা করতে পারেন।

তাদের যদি লোকবল প্রয়োজন হয় সে ব্যবস্থাও করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তফ্রন্টকে শুভ কামনা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাদের স্বাগত জানাই। তারা রাজনীতি করুক। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্লাটফর্ম তো থাকা দরকার। কিন্তু অন্যকিছু ভাবলে তাদের আশা পূরণ হবে না।

এফএইচএস/বিএ/এমএস

আরও পড়ুন