ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ৬১০ গ্রাম ওজনের স্বর্ণসহ হীরার অলঙ্কার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এগুলো জব্দসহ এক যাত্রীকে আটক করে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। আটক যাত্রীর নাম খাজা শাহাদাত উল্লাহ।

কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রাত ৯টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে (আরএক্স ৭৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তার লাগেজ তল্লাশি চালিয়ে স্বর্ণ ও হীরার অলঙ্কারের বিষয়ে জানতে পারেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। পরে সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আটক যাত্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কাস্টমস হাউস সূত্র আরও জানায়, আটক যাত্রীর পাসপোর্ট নম্বর বিটি ০৫২১৭২৯। বাবার নাম খাজা ইনায়েত উল্লাহ। তিনি রাজধানীর বনানীর জি ব্লকের ৫ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ির বাসিন্দা।

জেইউ/আরএম/এসআর

আরও পড়ুন